বসন্তের মাতাল সমীরণে
          নব যৌবন ছোটে মহানন্দে,
নদীতে জোয়ারের খেলা
     বসন্ত হাওয়া জীবন জাগে ছন্দে।
মন-প্রকৃতির উচ্ছ্বাসে
              বসন্ত জাগায় ভালোবাসা,
ঋতুরাজ প্রকৃতি রাঙিয়ে
            মানব মনে জাগায় আশা।