উচ্ছ্বাসে নিঃশ্বাসে মেঠো দুপুরে
                          পাখিদের কলরব,
মন-প্রকৃতি জেগেছে ,
          ফাগুনের আগুনে, সবাই সরব।
রূপ-যৌবনে দক্ষিণা হাওয়া
                মনমোহিনী মুগ্ধতা ছড়ায়,
বসন্ত উচ্ছ্বাসে যৌবন আবেশে
                   জীবের জড়তা ভাঙ্গায়।