মেঘে ঢাকা আকাশ আজ শ্রাবণে
অবিরাম দুরন্ত বৃষ্টি দুর্দিনে
ক্ষণে ক্ষণে থেমে থেমে
পড়ছে আকাশ ঘেমে।
টুপটাপ দিনেরাতে
ঝিকিমিকি বজ্র বিদ্যুৎ মেঘেতে
নদ-নদী, ডোবা-নালা উঠছে জল ফেঁপে
ডমরু বাজিয়ে ধরাতল উঠছে কেঁপে।
হঠাৎ বজ্রাঘাত ঐ দূরে তালগাছে
পাতা পুড়ে মরা মাথা আছে দাঁড়িয়ে।
মেঘগুলো জটলা পাকিয়ে তড়িৎ বেগে উধাও
শ্রাবণ আঁধার ডাকে বজ্রনাদে। কে শুনতে পাও!
প্রকৃতি কাঁদে শ্রাবণ সরবরে
বন্যা জলে বারে বারে
কলমিফুল আর বিচিত্র পাখির সমাগমে
বন্যা জলে কাঁদে বাংলার গ্রামে
গ্রামের পথে, কাদার সাথে
বসবাস বাংলার মাটিজল মিশে
শ্রাবণ আঁধারে পথিক পায় কি দিশে!
রাতের আঁধার যত
পথিক পথ হারায় তত
অযথা বকাবকি মেঘবৃষ্টির প্রতি
ধান ক্ষেতে ফুঁলিছে জল না জানি কত ক্ষতি!
                                           (৩০জুলাই২০০৯ইং)