ভেবেছ কি! ধর্মকর্ম করলেও মুখে গীবতের ছড়াছড়ি,
মতের অমিলকে দাও অভিশাপ। এতো বাড়াবাড়ি।
মানবতা শিখা জ্বলে নৈশব্দে ঐ দূর আকাশের তারায়,
মায়ার জগতে মিথ্যার যুক্তিতে জীবন যে বিষাদময়।