ধর্মীয় লেবাসে এ রঙ্গমঞ্চ অভিনয়ে পূর্ণ অন্তপুর,
ভুল শুধরিয়ে অহংকার ছেড়ে জীবন করো ভরপুর।
নোংরা কীটের সাথে রাজত্ব, অসভ্য শকুনের দল,
দরকষাকষিতে মানবতা হোঁচট খায়, চোখে আসে জল।