চক্রদণ্ডে জমাট বেঁধেছে ভেতরের রক্তে
নীলকান্ত মণি কাঁপে রিনিঝিনি তারই সাথে
                 বিস্মৃত নৃত্যকলায়।
চলমান লাসিকার বিচিত্র গহবরে
নিবারণ আন্দোলন কিংবা স্থিরকেন্দ্র করে
             বড় সখ্যতার ঘূর্ণমান বলায়।
কর্ম-অকর্ম যন্ত্রণা থেকে বাধ্যবাধকতায়
                  অন্তরের স্বকীয় স্বাধীনতায়,
তবু চলি, ইন্দ্রিয়ানুভূতির এক নতুন জগতে
তীব্র ঘৃণা আর আতঙ্কের সমাপ্তিতে।
মোহাচ্ছন্নতা ছিড়ে শৃঙ্খলবন্ধনে
     দৃঢ়মূলে ক্ষতগুলো প্রবল
                        বিষবৃক্ষের প্রাঙ্গণে।
তবুও চলি, দেহাতীত স্থির কেন্দ্রিক জগতে
কাল-কালান্তরের প্রভাত ফেরিতে।