জাতি হিসাবে আমাদের মেধা আর মননে,
গর্ব করার মতো সুনাম আছে স্বাধীনতা অর্জনে।
এর মূলে ছিল সৃজনশীল বই,
আর মধ্যবিত্তের প্রতিটি উপহারই ছিল বই।


সমাজ জাগরণে নিত্য সঙ্গী ছিল সৃজনশীল বই,
পাঠাভ্যাস গড়ে উঠেছিল প্রতিটি পাড়া-মহল্লাায়।
ড্রইং রুমে শোভাবর্ধন করত বই আর বই,
শিশু-কিশোর-বয়ষ্ক সবার আগ্রহ ছিল ঐ বই।