পড়তে হবে উৎসাহ আর অনুসন্ধিৎসু মন নিয়ে,
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকতে হবে জ্ঞান দিয়ে।
সমন্বয় ঘটাতে হবে জ্ঞান, তথ্য, সৃজনশীলতার;
যুগের চাহিদায় উন্নত প্রযুক্তির করতে হবে ব্যবহার।


বই, বই, বই পাঠাভ্যাসই জীবন গঠনে পথ দেখায়,
স্বশিক্ষায় শিক্ষিত সে তো বইয়ের মাঝে খুঁজে পায়।
পাঠ্য বইয়ের মাঝে অবসরে জ্ঞানের সন্ধানে,
সৃজনশীল কবিতা উপন্যাস পড়ো মনের আনন্দে।
(০৫ অক্টোবর ২০১৩)