অদৃশ্য গোয়েন্দার মতো অলক্ষ্যে পিছু নেয়---
সুপ্রভাত, সম্ভাষণ। সূর্যের সোনালী আভায়!
নিপুণ দলিল, তবু কী নির্ভুল!
আলস্য দুপুরে রক্তিম অভিবাদন
ইঙ্গিতে নির্জন স্নান ঘরে, নতুন ভুবন।
বেনামী ফুলের সুবাস, সদ্য স্নাত দেখি আরশীতে
বিমুগ্ধ বিস্ময়ে দেখি। পবিত্র রূপ! নিষ্পলক হাসিতে;
অমোঘ নিয়তির টানে
অজানা অচীন দর্শনে
কোন এক প্রভাতে
অবলীলায় ঘণীভূত মেঘের কষাঘাতে,
তারপর অকারণে বেড়ে--- বিস্তীর্ণ দিগন্ত রেখা
সমুদ্রের অনিঃশেষ ঐন্দ্রজালিকা নীলে দেখা।
বেদনায়, বন্দনায় হাহাকার, আত্মবিস্মৃতির ঘোরে
কখনও মগ্ন গভীর ঘুমে! কখনও অতন্দ্র প্রহরে!
দিন-রাত্রির সন্ধিক্ষণে, এঁকে দেই দীর্ঘতম চুম্বন।
অপরূপ সুন্দরের চেয়ে সুন্দর সুপ্রভাত সম্ভাষণ।