মায়াহীন হৃদয়ে তীব্র যাতনা
                  সুপ্ত বেদনা,
নিস্তব্ধতার মাঝে শূন্যতার হাতছানি;
অস্থিরতা, বিরহ গাঁথার হানাহানি।
কেবলই মায়াহীন জীবন দৃশ্যে হারানো যাতনা!
        তীব্র যাতনার সুপ্ত বেদনা।
উদ্দীপ্ত তরুণের তারুণ্য অন্ধকূপে পতিত,
নতুন ঝংকার তবু তীব্র বেদনায় যাপিত।
বিস্তীর্ণ পথ অন্তহীন নিঃসঙ্গ
মায়াহীন জীবনে সব আশা ভঙ্গ!
মন্ত্রমুগ্ধের মতো ছুটেছি---
জীবনের পিছু হেলায় খেলায় দুলেছি।
নিদ্রাহীন রজনীতে এঁকেছি আল্পনা,
হৃদয়ের মাঝে তীব্র যাতনা, যত সব কল্পনা!
সুপ্ত বেদনার আঘাতে!