সংহত উচ্ছাস লক্ষ্য করি হৃদয়ে,
যৌবনের প্রেমময় রাগিনীর মতো;
নিবিড় জাগরণ শূন্যতার মাঝে,
অবিশ্বাস্য সুন্দর বসন্ত সবুজ।
উপবনে ছায়াবিথীর মরমর ধ্বনি,
স্রোতহারা যাযাবর আমি অবিশ্রান্ত;
নির্জীব নিরাকার জীবন মোহনায়,
তবু অশান্ত; দুয়ে মিলে একাকার।
উদাসীন উপবাসে বিশ্বরঙ্গ মঞ্চে,
প্রেমহীন হৃদয়ে সুপ্ত অনুপমে;
ক্ষয়ে যাওয়া যৌবনে উচ্ছাস অন্তরে,
নীরব শূন্যতায় কথা বলি স্বপনে।