প্রেম তব জাগল তোমার হৃদয় প্রান্তে;
আজ এ নিষ্ঠুর বসন্তে
সেই শুভক্ষণে ছিলে তুমি অরুণাভ
তবে ভেঙ্গেছে কি তোমার দম্ভ !
‘এসো যাই’ কেন মিনতি? আজ এই ক্ষণে
মুদিত নয়নে এসেছি নবপ্রাণে
নব রূপে; পুরাতন ভুলে, জাগ্রত হৃদয়ে
চেয়ে দেখ কি হয়েছি ক্ষয়ে ক্ষয়ে?
নিত্য কর্ম অবসানে
কত ছবি এঁকেছি দু’নয়নে
তবে কেন এ নিষ্ঠুর বসন্তে।
ভুলে গেছ! কালবৈশাখীর আগমন দিগন্তে
অবগুন্ঠিত হৃদয়
কেড়ে নিয়াছিলে হিয়া
সুর সংগীতের তরঙ্গীয়া
সেই মধুর বসন্তে প্রিয়া!
কেন এলে? এ চৈত্রের মরীচিকা জলে
নাকি নব কৌশল এটেছো ছলে
যতপার বল তবু হৃদয়ে স্থান দাও
সাথী করে নাও
তোমার হিয়ার মাঝে।
কি হবে তাতে এ সন্ধ্যা সাজে!