অশ্রুর মূল্য পাইনি কখনো
তীব্র অনীহা আর ঘৃণা,
ছোট্ট এ জীবনে কেঁদেছি বারবার
তবুও মনপ্রাণ দিয়ে ভালোবাসি।
একাকী শূন্য হৃদযটা খাঁ খাঁ
স্নিগ্ধ সুন্দর মুখটি ভাসলে অন্তরে লাগে ঘা।
হাঁসি-তামাশার খোরাক হয়েছি,
ছোট্ট জীবনে কতো যে ভালোবেসেছি।
ভালোবেসেছি নীরবে নিভৃতে অচেতন মনে
খেলার ছলে প্রিয় দু’জনে।
তামাশার ছলে
হৃদয় কাঁপে সে ভুলে।