তটিনি
                        - এম. মাহবুব মুকুল


যখন সে মৃদু হেসে বলল, এই যাবি না !
তার উত্তরে আমি কিছুই বলতে পারলাম না,
শুধু তার নাম উচ্চারণ করলাম, তটিনি।
মুহুর্তের মধ্যে তার উজ্জ্বল মুখখানি
বিবর্ণ ফ্যাকাশে ! অশ্রু দেখা দিলো।
আমি পিছন ফিরে তাকাতেই
          তটিনি দৌড়ে চলে গেলো।
আমি শুধু ডাকলাম , তটিনি !
শোন তটিনি - - - তটিনি
তারপর কয়েকদিন দেখা নেই,
অনেক খুঁজেও পাইনি।
হঠাৎ সেদিন বিজলীনগর কলেজ মোড়ে দেখা,
মুখোমুখি হতেই তটিনি নিচে তাকিয়ে রইল।
তটিনি আমার দিকে তাকালো না,
আমার প্রশ্নের উত্তর দিল না।
এক সময় বলল, আমি চলে যাচ্ছি !
            হয়ত আর দেখা হবে না।
তুমি ভালো থেকো , সুখে খেকো।
       তটিনির আর দেখা পাবে না।
তটিনির কথা ভাবতে থাকি
কোন উত্তর খুঁজে পাই না !
তারপর দিন যায়, প্রতিদিন কলেজে খুঁজি,
সেদিন কলেজ থেকে এসে খাতাটা রেখে
ঘুমাচ্ছি। ঠিক ঘুমাচ্ছি না - - - - - -
দরজাটা টোকা দিয়ে বলল, আপনার চিঠি ।
            এক কোনায় লেখা ছিল, তটিনি।
আগ্রহ সহকারে পড়তেই কখন যে
অশ্রু পড়তে লাগল। আমি জানি না ।