সন্ত্রাসীর ভয়ে আতঙ্কিত জনপদ,
দর্শক দেখছিল! দূরত্ব নিরাপদ।
ভিডিও ধারণ করেছে যে যার মতো,
সাহায্যে, হাত বাড়ায়নি সময় মতো।
টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে নির্যাতন,
দেহের উপর উন্মওতা সর্বক্ষণ।
পাথরের সে আঘাত, নির্মম সে দৃশ্য!
মব সন্ত্রাসের কাছে আইন অদৃশ্য।

দ্বন্দ্ব সংঘাতে নৃশংস হত্যাকাণ্ড,
নির্যাতনের সে দৃশ্য কতটা পাষাণ্ড।
সন্ত্রাসীর অভয় অরণ্য  জনপদ,
ঘরে বাইরে কোথাও নেই নিরাপদ।
সরকার ব্যর্থ! মব সন্ত্রাসের দেশ,
সরকারের এ মদদেই দেশ শেষ।