দু’দিন আগেও ছিল জল
                  ভরাট করে সমতল,
গড়বে তারা অট্টালিকা
            হয়ে গেছে আঁকা-জোকা।
মালিক পক্ষ মেপে-জুপে
             মিস্ত্রীরা সব ধাপে ধাপে,
      গড়ছে ঐ অট্টালিকা।


দু’দিন বাদেও ছিল জল
            আজকে সেথা রাজমহল,
বিলের মাঝে দাঁড়িয়ে আছে
  সবুজ রঙের সোনালী ক্যানভাসে।
দাঁড়িয়ে আছে পাহাড় সম
           আকাশ যেন করছে নমঃ,
      গড়ছে ঐ অট্টালিকা।


দুদিন আগেও ছিল জল
              ভরাট করছি নদী-খাল,
তাই তো রাস্তা-বাড়িতে পানি
       আমরা খাচ্ছি নাকানি চুবানি।
বৃষ্টি বলছে যাবো কোথা?
           প্রতিবার এসে করি দেখা,
      তোমরা গড়ছ অট্টালিকা।


দু’দিন আগেও ছিল জল
           আজ আধুনিক শপিংমল,
ভূমিখোরদের  বিবেক হীনতা
        তাই শহরের এ জলাবদ্ধতা।
পলিথিনের বর্জ্য ব্যবস্থা
           ধরণীর ত্রাহি ত্রাহি অবস্থা,
     আমরা গড়ছি অট্টালিকা।
           (১৭ মে ২০১২)