এ শহরে পাইনে কোথাও বিশুদ্ধ অক্সিজেন,
সর্বত্র দূর্গন্ধ ছড়ায় ঐ ম্যানহোল, ডাস্টবিন, উন্মুক্ত ড্রেন।
আমাদের মনে প্রশ্ন জাগে না কেন এমন হলো!
চির তরুণ চির সবুজ এ ঢাকা শহর।
আমরা ভালোবাসতে পারিনি প্রিয় শহরটাকে,
একের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে আছি বেশ ফাঁকিবাজিতে।
শিল্পকল কারখানার দূষিত বর্জ্য নদীতে ফেলে,
নদীকে মেরে ফেলছি সবাই মিলে।
আইনের তোয়াক্কা না করে, দেখাচ্ছি টাকার গৌরব;
ভূমিখোর হয়ে, জলাভূমিতে গড়ছি কংক্রিটের শহর।