লোভ-লালসা আর মিথ্যার আশ্রয়ে অপরাধ বেড়ে যায়,
ন্যায়নীতি, ধর্ম-অধমর্, বাচ-বিচার থাকে না সেথায়।
মিথ্যার স্পর্শে সৃজনশীল সম্ভাবনা হারিয়ে ফেলে তরুণ,
মাদকাশক্তির অপরাধে জড়িয়ে সুপ্ত প্রাতিভায় দেয় আগুন।
বাঁচাও দেশ! তরুণ সমাজকে! মিথ্যার অপরাধ থেকে,
মিথ্যা বলো না, নেশার জালে জড়াও না নিজেকে।
মুক্তবুদ্ধির নামে মিথ্যার ইতিহাস শিখাও না তরুণকে,
তোমরা পারো দুর্নীতি আর মিথ্যার ছলনা থেকে
সমাজ জাতি রাষ্ট্রকে বাঁচাতে।
সত্য বলো, মিথ্যা হিংসা ঈর্ষা লোভ ভুলে যাও,
সত্য জেনে মানবতার দুয়ার খুলে দাও।