মিথ্যার পিছে ঘুরে, খুলছে সত্যের চোখ
          মিথ্যা বলো না, মহাপাপী তুমি।
তোমার অন্তরকে জিজ্ঞেস করো
কোনটি সত্য! কেন এতো লুকোচুরি?
মিথ্যা আশ্বাসে, মিথ্যা বলে জাতিকে ধ্বংস করো না!
তুমি মিথ্যুক, তাই বলে অন্যদের মিথ্যা শিখায়ো না।
       মিথ্যার অনেক রঙ, সে তো বহুরূপী;
সময় অসময় রঙ বদলায়, মিথ্যা মহাপাপী।
সত্য সে তো জগতের আলো, দৃঢ়সংকল্প
সে পিছু হটেনা; নীতিতে তাঁর মনোবল অটল।
সত্য শিক্ষায় জ্বলে ভালোবাসার মায়াবী যাদু,
সত্য ইতিহাস জানো আর দেশপ্রেমি হও।
(১৫ আগষ্ট ২০১৪)