গগনের নিচে চৈত্রের অশনি ফণা
হতাশ বুকে, উদাস দুপুরে  বড় আনমনা।
বক্ষের নিচে বীষপাত্র।  নীলকণ্ঠ
কোটি কোটি বুকে তব বেদনার জনকণ্ঠ!
সূর্যের তেজে জ্বলিছে শিখা,
     মানবের মনে ধুপছায়া ফাঁকা ফাঁকা।
চৈত্রের বক্ষে দুলে ওঠে ধবংসের উল্লাসে
      নববর্ষের শুভাগমনে উৎসবে ভাসে।
তরুণ প্রাণে বাদল বজে চৈত্রসংক্রান্তিতে,
দুরন্ত - দুরাশা নাহি বন্ধন জীবন সৈকতে।
তব, চৈত্রের তাপদাহ অশ্রুহীন কাঁন্না!
রক্ষা করো প্রভু ধরণীকে , সহিতে পারে না।


( ১২ এপ্রিল ২০১০)