জীবন আতঙ্ক ভুলতে চাই,
রাধিকার অভিসারে ফিরে যাই!
         তবু, জমিনে তার গন্ধে;
আসমানে প্রশ্ন চিহ্ন স্বপ্নের আলোতে
   বিনাদৃশ্যে ছুটে আসে সানন্দে,
ভাবি একাকী আপন অস্থির কল্পনায়
                  সেই বিরহ ভাবনায়!
রক্তের সাগরে, স্বপ্নের আলোতে
টেলিদৃশ্যে বীণার ঝংকারে
উন্মুক্ত বনানীর রাত দ্বিপ্রহরে!
স্বপ্নের গলিতে শুনি মিলনধ্বনি
মধ্যরাতের বিজলীর ঝলকানি।
অজস্র বুনো পাতার মর্মরশব্দ
ভালোবাসার এ দুঃসময়ে স্তব্ধ।
কুরে কুরে খায় নবদিনের নবস্রোতে
           উদ্ভাসিত দৃশ্যের সন্তাপে।
চেয়ে থাকি স্বপ্নের ভোর বেলায়
উন্মুক্ত বনানীতে অশ্রুসিক্ত নয়নে!
হৃদমাজারে গোপন রক্তক্ষরণে।
স্বপ্নের বিদীর্ণ চাঁদহীন করোটিতে
দূরগামী অতিথি পাখি ডানা ঝাপটায়
                  সুদূরে ঈশারাতে
ভালোলাগার এক বসন্ত মেলাতে।