ধূসর ধরণীর আকাশ তলে
                        দিবস অবসানে
মলিন অন্ধকার।
রূপসাগরে ডুব দিয়ে তাই,
            তবু  পাইনি রূপের আলো,
বহুরূপী আঁধারে ঢাকা এ সংসার।
              মিলন বেলার কাঁন্না-হাসি
           ভূবন ভরা
         রূপের তারই!
জীর্ণ কুঠির হৃদয় তলে
               ধূলোয় ধূসর চরণ চলে।
আজকে সবাই রূপের পাগল
            সুধায় চুমুক
                   নীরব রাতে।
প্রেম যমুনায় জাগায় সকাল,
                          সুখের খেলায়;
নয়ন জলে অবোর বেলায়।
লুটায় শেষে চরণ তলে,
             ছল চাতুরি আপনি ভোলে।
ঘরের বাঁধন ছিন্ন করে
                 ব্যথিত জীবন চুপিসারে;
সন্ধ্যা আভায় যায় সে শেষে
                         রূপের দেশে।
অবসানের মিলন মেলায়,
                 তারার মেলায়  পূর্ণিমায়।
(২৯ মার্চ ২০১১)