আঁখি জলে ভাসে চেতনার চিত্ত
                   বিভেদে আঘাত আজ সবে,
উল্লাসে শিকারি ভোলে নেশায়
        হিংসায় ভরা ক্ষুধার জ্বালা এ ভবে।
অনুভূতির প্রগতি দৃষ্টির মূর্তি
     গীতি কবিতার স্পর্শনুভূতিতে ভেজে!
বারবার আঁখি মোছে সুখে
         মহামিলনে কবিতায় প্রেম খোঁজে।
আঁখির প্রেম অশ্রু বিবেকের বুকে
          অমৃতের মাঝে নীলাভ হৃদয় দ্রহে,
অন্তরের সুধা নড়বড়ে দ্বিধা
           নশ্বর বিশ্ব চলে ক্ষণিকের মোহে।
কে যায়! কে আসে! থাকে কতো দিন
       ক্ষণিকের প্রেম কিংবা টাকার লোভে,
যশ-খ্যাতি সময়ের জ্যোতি
অর্থের মোহ, অর্থ-সম্পদই ভাবে সব হবে।
অলীকের পিছুডাক ভরা নদী বাকে
       নিমিশেই শেষ, সম্বল হারায় কর্মভুলে,
লুকায় অজ্ঞর দেশে চোখের গভীরে
     সাজানো সৌরভ ঝড়-ঝঞ্ঝায় ওঠে দুলে।
বিষণ্নতা ভুলে, গৌরব গাঁথি সৌরভ ঘ্রাণে
            চেনা আকাশের রঙধনু রঙে মিশে,
ভ্রান্ত ধারণায় পঞ্জিকার সারণী খোঁজে
  সময়ের তেজে বলিয়ান হয়ে সময়ে মেশে।
                 (২৫ জুন ২০২০)