মানবতাবোধ জাগিয়ে তুলে,
                প্রভুর নামে দাও কোরবানি;
গরু, ছাগল, উট, দুম্বা
          ত্যাগের মহিমা যে এ কোরবানি।
রক্ত গোস্ত কিছুই চায় না,
           চায় দেখতে তোমার অন্তরখানি;
ধনি-গরিব ভেদাভেদ ভুলে
        খবর নেও প্রতিবেশির একটুখানি।
লাভ-লস হিসাব করো
              এ কেমন তোমার কোরবানি,
ফিরিজ ভর্তির লোভে পশু জবাই
                 এতো শুধু টাকার ফুটানি।
পাপ পঙ্কিলতা দূর করো,
দূর করো মনের আত্মঅহংকার গ্লানি,
বিবেক পরিষ্কার করে, লোভ-লালসা
              হিংসাকে করো কোরবানি।
ত্যাগের মহিমায় প্রভুর সন্তুষ্টিতে
            যদি করতে পারো কোরবানি,
মানব সংসারে প্রভুর দরবারে
         তুমি পাবে সেথা শ্রেষ্ট সম্মানি।
(০১ আগস্ট ২০২০, ১৭ শ্রাবণ ১৪২৭)