শ্রাবণের রূপে বাংলা সেজেছে বাদল ধারায়,
হৃদয় জমিনে জলের গহীনে মন যে হারায়।
আকাশের দোর খোলে মায়াবী মাটির টানে,
জল ভোমরা স্বপ্ন বোনে প্রপাতের ঘ্যাণে।
ই্চ্ছেগুলি ঊঁকিদেয় জীবন নদীর বাঁকে বাঁকে
বাংলার রূপে বেরিয়ে পড়ে ইলিশ ঝাঁকে ঝাঁকে।
স্বপ্ন পূরণে উচ্ছ্বাসিত হই আপন মনের ঘোরে,
ক্লান্ত পথিকের গানে হঠাৎ মনে হয় কে যেন দোরে।
বিরহমন মায়াবী সুরে ডানা ঝাড়ে নীলাকাশে,
প্রাণের সুজন মেঘমেদুর স্বর্গ আনে দিনের শেষে।
(১৫ জুন ২০১৮)