নীলাকাশে চাঁদ উঠেছে
                   বাঁকা হাসি হেসে,
খোকা-খুকুর আনন্দের দোলা
               নতুন পোষাক বেশে।
শান্তি সুখের আনন্দ চলে
                   ঈদের ঘরে ঘরে,
শীতল করে সবার বুক
               খুশির জোয়ার ঘরে।
হিংসা ভুলে বুক মিলিয়ে
           দাঁড়ায় ধনি গরিব মিলে,
ঈদের চাঁদে আনন্দ আনে
             জাত ভেদাভেদ ভুলে।
নতুন চাঁদের নতুন হাসি,
               শান্তি সুখের দোলা;
পশ্চিমাকাশের বাঁকা চাঁদ,
           মানবতার মিলন মেলা।
(১২ সেপ্টম্বর ২০১২)