ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে;
ইতিহাস ঘটনাকে জীবন্ত করে রাখে।
আজকে ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে,
যা কিছু ভালো-মন্দ, যা কিছু প্রথম
দাগ পড়ে স্মৃতির পাতায় ইতিহাসে।
দেশমাতা মাতৃভাষার জন্য যে জীবন দিয়েছে
ইতিহাসের পাতায় তার নাম লেখা রয়েছে।
এ বিশ্বকে যে যা কিছু দিয়েছে
বিশ্ব ইতিহাস তাঁকে স্মরণে রেখেছে।
তুমি বিশ্বকে দাও তোমার উদ্ভাবনী শক্তি জীবন ভর,
ইতিহাসে পাতায় থাকবে জীবন্ত সোনালী প্রহর।
(রচনাকাল: ২৪ জানুয়ারি ২০২০)