বৃষ্টি এলো ঝড়ো হাওয়ায় কদম-কেয়া বনে,
জলকন্যা নৃত্য করে শাপলা ফোঁটা জলে।
মেঘ-বৃষ্টির বিজলীতে কাঁপতে থাকে ডরে,
প্রেম পিপাসায় তীর্থ প্রেমিক ঘর ছেড়ে বাইরে।
জল থৈ থৈ খাল-নদি-বিল, ঝরছে অবিরল,
আষাঢ়-শ্রাবণের এই ভর দুপুরে যৌবনেরই ঢল।
নৃত্য করে ব্যাঙেরাসব, জল ছলছল ডোবাতে;
অট্টহাসি অট্টলিকায়, বিত্তজনেরা তাই স্বস্তিতে।
বৃষ্টিনামে মেঘ গুড়গুড়, বৃষ্টিনামে প্রকৃতির ঐ বুকে,
হাতে কাজ নেই দিনমজুরেরা বসে আছে নির্বাকে।
(১০ জুলাই ২০১৫)