পদচিহ্ন এঁকে দেয় পথের বিজয়,
কর্ম জীবন পথে, যে পথে পৌঁছায়।
ক্লান্ত অভিমানে গভীর তন্দ্রাচ্ছন্নে
অবসাদে উঁকি দেয়, উড়ে যাওয়া।
পাখির ছায়া। গোধুলি গন্তব্যের ছায়া,
বিনম্র শ্রদ্ধায় হেঁটে যায় বিজয়ের রথে
ধানকাটা মাঠের ছেঁড়া ছেঁড়া ছাপচিত্রে
উড়ন্ত বনের আলিঙ্গনে কুমারী ভ্রমর!
সবুজ বনের হরিৎ আশ্রমে পথচলা
অন্তহীন সে ছায়া আলো আঁধারীতে
পদচিহ্ন এঁকে এঁকে বিজয়ের পথে।
(০৮ সেপ্টম্বর ২০১৩, রোববার)