আমার ইচ্ছাগুলো ডানা মেলে কবিতার ছন্দে,
শব্দের মিলনে মাধুর্য‍্য ছড়ানো কবিতার আনন্দে।
ইচ্ছার অনুভূতি দূর করে ভীতি,
সত‍্য প্রকাশে কবিতা ছড়ায় দ‍‍্যুতি।
ইচ্ছাগুলো ডানা মেলে উড়ে বেড়ায় মনের আনন্দে


আমার ইচ্ছাগুলো খেলা করে কবিতার খাতায়,
শব্দ ছন্দ বুননে কবিতা উপন‍্যাসের পাতায়।
সমাজ গঠনে সাহস যোগাই
দৃপ্ত আলোয় পথ দেখাই।
যুগের চালিকাশক্তিকে সবার ইচ্ছায় গতি বাড়াই।