রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে
বুদ্ধিরমুক্তি ঘটেছিল অনিবার্যভাবে।
                   ঘটেও ছিল তাই বটে!
তবে ঐ হাসি, ঐ উজ্জ্বল অমলিন থাকেনি;
আক্রমনের পর আক্রমন থেমে থাকেনি।
সেই পরাভূত পরাজিত শক্তি
                         আঘাত হেনেছিল !
১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রথম প্রভাতে।
মুক্তির কথা ভুলে! হেঁটেছি অন্ধ গলিপথে।
মুক্তির ইতিহাস বিকৃত করে।
যে জাতি মুক্ত বিহঙ্গের মতো এগিয়ে যাচ্ছিল
প্রগতির পথে
আনন্দের সাথে
সোনার বাংলা সৃষ্টির সন্ধানে।
আমরা দেখেছি ’৭৫ পরবর্তী সময়ে
সরকার প্রধান চলেছে উল্টো পথে!
জাতির চেহারা ক্রমেই হয়েছে বিবর্ণ ফ্যাকাশে!
কয়েক দশক ধরে মিথ্যা অপপ্রচার চালিয়ে
           গুজব রটিয়ে
মিথ্যাকে সত্য শিখিয়েছে বিশ্বকে!