এখনো পেরুতে হবে অনেক পথ
                      যেতে হবে বহুদূর,
এভাবে ভেঙ্গে পড়লে চলবে না!
শরীরে শক্তি যোগাও,
           হৃদয় মন সজীব করো।
পথ হারালে চরবে না,
            পথের সন্ধান করো।


এভাবে বসে থাকলে চলবে না!
              কর্মে ঝাপিয়ে পড়ো।
দু’হাত দিয়ে কাজ করো
তোমার শক্তি সাহস যোগ্যতা দিয়ে
পাড়ি দাও পথ; এগিয়ে চলো সম্মুখে।


দেখবে, সবাই তোমাকে স্মরণ করছে।
তুমি হবে মহাবীর, মহান নেতা, পথ প্রদর্শক।
তাই আপন কাজে গতি বাড়াও
               সম্মুখে পথের সন্ধান করো।
নিজের কাজ নিজে করো,
               অন্যকে উৎসাহ দাও।


সকলে মিলে অর্থের সমিতি করো,
বসে থেকো না পথে বেরিয়ে পড়ো।
হয়ত পেতে পারো নতুন পথ।
          যেতে হবে পিচ্ছিল পথে,
           সে পথ অমসৃণ, কণ্টকাকীর্ণ।
শাপদসংকুল জঙ্গল পাড়ি দিতে হবে,
তাই, কাজের পথে বেরিয়ে পড়ো,
                  যেতে হবে বহুদূর,
পেরুতে হবে অনেক পথ।
(০৬ মে ২০১৪, ২৩ বৈশাখ ১৪২১,
মঙ্গলবার)