থাকবো উপোস,
তবু করব না আপোস,
অনাচারের সাথে;
দুঃখটাকে জয় করে,
সবাইকে আপন করে,
চলব নিজ পথে।
দুঃখ-কষ্ট যতই আসুক,
অপবাদের কথায় ভাসুক,
নেই তবু ভয়;
হারবো না কাপুরুষের মতো,
মরবো বীরের মতো,
করব বিশ্ব জয়।
সত্যকে রাখব বুকে,
জীবন চলার বাঁকে বাঁকে,
কর্ম জীবন ভর;
আলোকিত করব দেশ,
দূর করব সব বিদ্বেষ,
গড়ব মানবতার ঘর।
(২৪ মে ২০২০)