বাঁচার পথ খোঁজ কর্মের মাঝে ভাই,
মানবের অশ্রুজলে তাই শুনতে পাই।
এ বিশ্বব্রহ্মণ্ড আজ কাঁপে আর দোলে,
প্রকৃতির অত্যাচার করো না নিজ ভুলে।
শতব্যথা ভুলে তোমাকে দিচ্ছে ভুরিভুরি,
নব মুকুল দেখ, নব নব ফুল ঝুরি।
মহামনীষিগণ দিয়েছেন মহান বাণী,
এ মহাকাশ, ধরণীকে করেছে রাণী।
ঝরা মুকুলের ব্যথায় আহা মরিমরি!
অন্ধকারে যুগযুগান্তরে মৃত্যুর বিভাবরী।
দীর্ঘশ্বাসে দোলে বিশ্ববেদনা, মরুর শূন্যতা;
মানবের মাঝে শক্তি খোঁজ, ভুলে যাও দীনতা।
হেসে-কেঁদে ফিরি, বসুন্ধরা নবীন পুষ্পে ভরা,
সবুজের নীলাকাশ মাঝে শান্তিরধারা।
(২৬ অক্টোবর ২০১১)