দিয়ো না কোন তিক্ত কথার উত্তর,
ধৈর্য ধরে, ছেড়ে দাও আল্লাহর উপর।
যতই অন্তর যাক দুমড়ে মুচড়ে পুড়ে
প্রতিশোধ নিয়ো না, মানবতায় থাকো আকড়ে।
ধৈর্যের ফল কখনো তিনি নিরাশ করেন না,
ইচ্ছা ক্ষমতা থাকলেও, পাল্টা জবাব দিও না।
ধৈর্য ধর, শান্ত থাকো, নিরাশ হয়ো না, হে মানব!
আচার ব্যবহারে কেউ যেন কখনো না বলে দানব।