সময় এখন জাগরণের, জেগে ওঠো সবাই;
সময়ের মাঝে জীবনে- জয়গানে; দেখবে বিজয়।
চরণ দু’টি ফেলে আত্মকর্ম মাঝে -
সম্মুখে চলো। ঐ দ্যাখো জয়গান বাজে।


কর্ম করো, সময়ের সাথে সম্মুখে চলো -
পুরাতন ছেড়ে, আত্মঅহংকার ভুলো।
আবছায়া, আঁধার, দূরত্ব, সময়
চলছে তো চলছেই; চলাতেই তার বিজয়!


মহাকাব্যের জাগরণ, যাত্রাপথের পদচিহ্ন -
সময়ের সাথে চলো, মতভেদ যতই থাকুক ভিন্ন।
ঊষার আলোর জয়গান
গোধুলিতে দিবাবসান,
আঁধার ঘনিয়ে আসে পরতে পরতে জগতে
সময়ের সাথে চলো, জেগে ওঠো;
                    আলো ফোঁটাও জগতে।
          ( ২৭ জুন ২০১৪)