পথের বাধা সরিয়ে দিয়ে
সমাজ থেকে দূষিত রক্ত দূর করো,
জাগিয়ে তোল সুস্থ্যমন
        সামনে সবাই এগিয়ে চলো।
সংকোচ নয় দৃঢ় মনোবল নিয়ে
                  প্রগতির পথে চলো।
সমাজ থেকে বিশঙ্খলা দূর করে
         সমাজকে আলোকিত করো।
মানব উন্নয়নে জাগিয়ে তোল
    সংকোচ নয়, দৃঢ় মনেবলে চলো
উদ্ভাবণী প্রতিভা দিয়ে
       পাল্টে দাও বিশ্বটাকে
             জাগিয়ে তোল মূল্যবোধ।
বিকৃত মস্তিষ্কের চিন্তা চেতনা ছেড়ে
          আপন ঐতিহ্যে ক্রমে ক্রমে
দূষিত সমাজ পাল্টে দাও
       দুর্নীতিকে না বলে,
              জাগিয়ে তোল দেশপ্রীতি।
(১৫ মার্চ ২০১৮)