কার না বলো ইচ্ছে করে পাখির মতো উড়তে,
রঙ-বেরঙের ফুলের পরে আলতো চুমু খেতে।
ডানা মেলে উড়ছে মানুষ উড়োজাহাজ চড়ে,
দিকবিদিক ছুটছে মানুষ পাখির মতো উড়ে।