সবাই ভালোবাসে তার আপন মাতৃভূমিকে,
দেশ-জননীর বিজয় গৌরবে শীর উঁচু রাখতে।
সত্য ন্যায়ে আদর্শে থেকে দেশকে ভালোবাসবো,
দুর্নীতি-স্বজনপ্রীতি রুখে বিশ্বে মানবতা আনবো।