কার না যেতে ইচ্ছে করে
     বাংলা মায়ের সবুজ ছায়ার কোলে,
ষড়ঋতুর রূপে হেঁটে চলি
            বাংলার রূপ মাধুরির কোলে।
প্রকৃতির রূপে রূপসী বাংলা
                দোলে আমার বাংলাদেশ,
ফুল-ফল-পাখি আর মানবের
            মাঝে ঘুরি নেই মনে বিদ্বেষ।