মানুষকে ভালোবেসে মানুষের কাছে যাও
                দ্যাখো, তারা কি চায় ?
প্রেম-ভালোবাসা নাকি !
                     অন্যকিছু চায়।
মানুষকে বুঝতে শেখো,
        স্বদেশকে ভালোবেসে।
                দ্যাখো, দেশ কি চায় !
তোমাকে ! না কি তোমার কর্মকে ?
কথা আর তোষামোদি দিয়ে
            কাউকে বিচার করো না !
তুমি তো মানুষ --
           তোমার বিবেক আছে।
মানুষকে ভালোবাসো যতই সে ব্যথা দিক,
      সৎ সঙ্গ দিয়ে তাকে
                মানুষ করে তোলো!
তোমার আমার স্বদেশের জন্য
           কাজ করো সততার সাথে।
তুমি, মাটির দিকে চেয়ে দেখো
                       কত সে শান্ত !
শত আঘাত অত্যাচারেও কিছু বলে না।
          তুমি, মাটির মমতার মতো
মানুষ আর স্বদেশকে ভালোবাসো।
প্রকৃতির দিকে চেয়ে দেখো
মানুষের অত্যাচারে আজ সে অসহায়।
        তাই, হঠাৎ ক্ষেপে ওঠে
     খরা, ঝড়, বন্যায় করে তাণ্ডব।
তুমি, ভালোবাসো মা-মাটি-মাতৃভূমি, মাতৃভাষাকে।
আর  স্রষ্টাকে ভালোবেসে, ভালোবাসো মানুষকে।
(১৮ মে ২০১১)