শিশির ভেজা রৌদ্রছায়ার ঝিলমিলিয়ে ভোর,
তোমরা সবাই ঘুম থেকে ওঠো,
                             খোল এবার দোর।
ঐ যে দেখ পূব আকাশে সূর্যিমামা,
                  ঊষার আলোয় রঙিন জামা।
মিষ্টি সুবাস নরম হাওয়া,
                 বাংলা মায়ের পরম পাওয়া;
দৌড়ে চলো ফুলের বনে,
                  মিতালী করো ফুলের সনে।
তোমরা তো ভাই জাতির প্রতীক,
                                 জ্ঞানের শিখা;
জাগিয়ে তোল, এগিয়ে চলো,
                 তোমরা পাবে আলোর দেখা।
       (০৬ ফেব্রুয়ারি ২০১৫)