সীমাহীন শূন্যতায়
                   নিঃসঙ্গ নীরবতায়
                  ক্ষণিকের মোহচ্ছন্নতায়,
খুঁজি! আমি খুঁজি! নিস্তব্ধরাতের নির্জনতায়।
                  কতো কথা ভাবি বেদনায়,
                   হয়ত নির্জনে আসবে
                   আত্মিক কথা বলবে।
তোমার সাক্ষাতে নিঃসঙ্গতা ঘুচবে,
                   নেশাতুর মনে আশার ফুল ফুটবে।
                   ঊষা আর গোধুলি লগনে
                   ফুল পরিদের বসন্ত বনে।
কর্ম চঞ্চলতা ফিরে পাবো নতুন দিনে,
                 সেই নিভৃত নিরালয়ে তার সনে।
                 ফুটবে ফুল নতুন আশায়,
                  বাঁধব বাসা বিশুদ্ধ ছোঁয়ায়।
শুদ্ধ করো আমায়, তোমার ভালোবাসায়,
শূন্যতার গহীন আঁধার থাকবে না সেথায়।
                  বসন্ত আলোয় শিহরণ জাগায়ো,
                  তোমার সাক্ষাতে।
রাতজাগা পূর্ণিমা চাঁদের সাথে,
                ভালোলাগা মধুর বসন্তে।
                 হৃদয়ে দ্বিধাহীন প্রেমাতুর ছোঁয়াতে
                  তোমার সাক্ষাতে।
                   (০২ মার্চ ২০১২)