তোমার শীতল ডানায় নিতে পারবে আমাকে?
    প্রস্তুত আমি উড়তে;
             তোমার শীতল হাওয়ায়
    দূর অজানায় নীল আসমানে
উড়তে চাই না নভোযানে কিংবা খেয়াযানে!
সাথী করে নিয়ো তোমার শীতল ডানায়
                  হৃদয়ের আয়নায়।
সেই থেকে দাঁড়িয়ে আছি
   প্রতিটি ক্ষণে ক্ষণে ভাবি তোমায়
জানি, তুমি পারবে!
জড়িয়ে ধরতে তোমার শীতল ডানায়;
    আমি একাকী দাঁড়িয়ে শূন্য হৃদয়ে।
দেখো! কি অনন্ত আয়োজন তামাশাবাজির,
    তবুও অসীম ভালোবাসা নিয়ে হাজির
তোমার শীতল ডানার আশায়
          নিয়ে যাবে তুমি দূর অজানায়!
ধোঁয়ার গহবরে নয়
    দৃশ্যমান হয়ে দৃশ্যের ক্যানভাসে
আমি প্রস্তুত,
        তোমার শীতল ডানায় উড়তে।
           ঐশী বর্গমূলের আয়নায়।
তোমার তির্যক দৃষ্টির চির সবুজ আকাঙ্খায়,
আমাকে নিতে পারবে তোমার শীতল ডানায়!