আমাকে গোলাপের ডাল দিয়ে মারো
                    গোলাপের কাঁটা ফোঁটও!
তবু শান্তি পাবো প্রেমের জন্য।
        আমাকে খেজুরের কাঁটা ফোঁটাও না
বড় বেশি কষ্ট পাবো।
                  তটিনি বড্ড ভালো মেয়ে
তটিনিকে কিছু বলো না।
            প্রতিদিন ফুল হাতে দাঁড়িয়ে থাকে
গোলাপ শিউলি জবা
                 কিংবা চিরচেনা কদম বকুল।
তটিনির অপরাধ এটুকু আমাকে ফুল দেয়
        আমাকে ধরে রেখে কি করবে
                                  মেরে ফেলবে!
তবে অনুরোধ একটু তটিনিকে খবর দিও
তটিনি হয়ত ফুল হাতে এখনও দাঁড়িয়ে আছে।
    আমাকে না দেখলে তটিনি বাড়ি যাবে না,
         খেজুর কাঁটা ফোঁটাও না
                         বড কষ্ট পাবো!
গোলাপ ফুলের ডাল দিয়ে মারো
                তবু ফুলের ছোঁয়া তো লাগবে।
এই দ্যাখো রক্ত ঝরছে
                তোমরা শরীরে আঘাত করছ
প্রেমের গায়ে ভালোবাসার কিছু হয় না।
   দেরি দেখে --- ঐ দ্যাখো তটিনি আসছে
তোমরা চলে যাও হৃদয়ে প্রেম জাগাও
    তটিনি দ্যাখো তোমার প্রেম বেঁচে আছে
তটিনি ফুল হাতে অশ্রুসজল চোখে
                   জ্ঞান হারালো আমায় দেখে।
                       (০৬ ডিসেম্বর ২০১৩)