তটিনির স্পর্ধা দেখে সবাই হতবাক
জ্যোৎস্নার ছন্নছাড়া জীবনে দেয় ডাক,
তুলো মেঘের আবেশে ভৈরব তীরে
শুভ্র কুয়াশার প্রাচীর পেরিয়ে দূরে।
ভোরের নদী পাড়ে তটিনি দাঁড়িয়ে
ছায়াপথের আলোয় ভেজা চুল ছড়িয়ে
একটু দূরে, ঘূর্ণি তোলে বাড়ন্ত শীষে,
তটিনি অত্মঅহংকারে পায় না দিশে।
ভাবিনি দেখা হবে কুয়াশার সম্মিলনে,
সোনারোদে মায়াবী মুখচ্ছবি দর্শণে।
দৃশ্যের আড়ালে তটিনির ছায়াচূর্ণ
অনুরাগের ছোঁয়া হৃদয় করে পূর্ণ।
তটিনির ঠিকানাহীন চোখের পরিচয়
শিশির ভেজা কুয়াশায় ভরে দেয়।
নিটোল আবেশে শীত সংকেতের আড়ালে,
তটিনি ফুলের পরশে হৃদয় জড়ালে।
(১৪ জানুয়ারি ২০১৮)