আমরা আমাদের কাজে
              কখনো নব-নবীন সাজে,
উদ্দীপ্ত সুন্দর আমেজে
           রূপালী নদীর ভাঁজে ভাঁজে।
উৎসব-পর্বনের নব উদ্দ্যোমে
          অপরূপ বাংলার মুগ্ধ বন্ধনে,
সোনালী ধান ক্ষেতের আলে
           হেমন্তের শান্ত নদীর জলে।
প্রকৃতির সুঘ্রাণ আমের বোলে
      শীত শেষে সবুজ বসন্ত দোলে,
জেগে উঠি বাংলা মায়ের আহবানে
        কর্ম কোলাহলে সজীব প্রাণে।
       (নভেম্বর ২০১৪)