তুমি নাই

আকাশে মেঘের ভেলা
বাতাসে উৎসবের গন্ধ
সানাইয়ের মধুর সুর
বসুন্ধরা নতুন সাজে সজ্জিত
ছুঁয়ে যায় অন্তর মন,
তবে, কোকিল কেন নীরব!
শীতের ছোঁয়া কি লেগেছে?
অতিথী পাখি আসার পূর্বাভাস
কিন্তু তুমি নাই?
রমণীরা সৌন্দর্যের ডালি নিয়ে
আবার ফিরে এলো
ফুল পাখি আর.........
সানাইয়ের সুর থামবে
হয়ত বাতাসে গন্ধ নেই।
লালবাতি গুলো জ্বলে নেভে
কুয়াশায় আচ্ছাদিত
তাই এত ক্ষীণ ম্লান
শিশিরে ধরণী স্বর্ণ শোভিত
তুমি নাই।
তবে দেখা দিলে কেন?