কেমন করে সইব প্রভু
    আঘাতে আঘাতে পরাভূত আজ,
কাজের মাঝে থাকি তবু
                   লুকিয়ে রাখি লাজ।
কঠিন জীবন রসাতলে
                  আশাহত অশ্রুজলে,
ভীরু ভীরু আঁধার রাতে
        নিদ্রাহারা অশ্রাব্য কথা বলে।
স্বর্গচ্যুত ! নিত্যকাজে
               তুচ্ছ ভাবে সব কাজে।
জীবন তরির ঝংকারে
ঠাঁই পাবো কি! প্রভু তোমার সংসারে।
গর্জে ওঠে কালবৈশাখী,
                 বিরমহীন বজ্রাঘাতে।
তবু, তোমায় বলতে চাই
                   আশা শুধু প্রর্থনাতে।
কেমন করে সইব প্রভু!
             অপমান সহ্য হয় না কভু।
অপমানের দায় নিয়ে
                নিত্য থাকি ভয়ে ভয়ে।
রং চটেছে ঘুন ধরেছে অগোচরে,
                 ছিন্ন করে আঁধার করে
কেমনে ফিরি নিখিল মাঝে!
    প্রভু! আঘাত আসে কথায় কাজে।
সবাই মোরে তুচ্ছ ভাবে।
অবজ্ঞা ভরে দুরে ঠেলে মোর কবিতা,
     তুচ্ছ তাচ্ছিল্ল করে কবিতা লেখা।
কবিতা আমার জীবিত করবে
                 এ জগত ছাড়ার পরে।
বাঁচিয়ে রাখবে জগতময়
  তোমরা, যতই তুচ্ছ ভাবো আমায়।
(০৬ এপ্রিল ২০১১)