ভাই বলো, বাপু বলো, যাই তুমি বলো রে;
খেটে খাওয়া মানুষের চাহিদা কম যে।
তাঁরা কিছু জানে না, তাদের কি অধিকার!
রোদ ঝড় বৃষ্টি খরায়, মার খায় বারবার।
সরকার দেয়, পায়না তারা, খায় দালালেরা
তোষামোদে মেতে থাকে অযথা চেলারা।
পাতিনেতা, উপনেতায় ভরে গেছে দেশটা;
কি জানি বাপু! কোথায় এর শেষটা?
তুমি আমি পদতলে, মার খাচ্ছি প্রতিপদে,
সবাই বলে আছি সাথে, চোনা যায় বিপদে।
(২৬ মে ২০১৭)